স্প্যানিশ তারকাকে রুখে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় সোনা বাংলার অপূর্ব সাহার

সোনা বাংলার অপূর্ব সাহারসোনা বাংলার অপূর্ব সাহার

জাস্ট দুনিয়া ডেস্ক: নতুন রেকর্ড গড়লেন রিষড়ার তরুণ সাঁতারু অপূর্ব সাহা। ৭৫তম বিশ্ব ওপেন ওয়াটার সুইমিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নিলেন তিনি। বহরমপুর সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত ভাগীরথীর বুকে ৮১ কিলোমিটার দীর্ঘ এই সাঁতার প্রতিযোগিতায় গত দু’বারের চ্যাম্পিয়ন স্প্যানিশ সাঁতারু হোসে লুইস লারোসা চোরোকে পিছনে ফেলে প্রথম স্থানে শেষ করেন রিষড়ার অপূর্ব।

দ্বিতীয় স্থানে শেষ করেন স্প্যানিশ প্রতিযোগী হোসে লুইস লারোসা চোরো। তৃতীয় স্থানে শেষ করেন মুর্শিদাবাদের বিশ্বনাথ অধিকারী।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২৪ জন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। যার মধ্যে ছিলেন মাত্র দু’জন মহিলা। এক জন ভারতীয় এবং এক জন আর্জেন্টিনীয়। আর্জেন্টাইন এই প্রতিযোগী ছাড়াও স্পেন, সুইডেন, বাংলাদেশ থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিল বিশ্বের দীর্ঘতম এই সাঁতার প্রতিযোগিতায়।

এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত যেমন, গুজরাত, রাজস্থান, কর্নাটকের প্রতিযোগীরাও অংশ নেন এই প্রতিযোগিতায়।

অপূর্ব সাহা

চলছে সাঁতার প্রতিযোগিতা।

৮১ কিলোমিটারের পাশাপাশি বহরমপুর সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ১৯ কিলোমিটার ওপেন ওয়াটার সুইমিং চ্যাম্পিয়নশিপ। পুরুষ এবং মহিলা— দু’টি বিভাগে এটির আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় পুরুষদের বিভাগে সোনা জেতেন প্রত্যয় ভট্টাচার্য, কিছু সময়ের ব্যবধানে সাঁতার শেষ করে রুপো জেতেন নাগবার হোসেন পোদ্দার এবং তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ নিশ্চিত করেন অদ্রি শর্মা।

এশিয়ান গেমস ২০১৮: পুরনো জুতো, দাঁতে ব্যথা আটকাতে পারেনি সোনার মেয়েকে

মহিলাদের বিভাগে সোনা জেতেন কলকাতার সৃষ্টি উপাধ্যায়। বাংলাদেশের প্রতিযোগী সোনিয়া আকতার রুপো জেতেন দ্বিতীয় স্থানে শেষ করে। তৃতীয় স্থানে শেষ করেন সাক্ষী সতীশ নায়েক।