১২ মে ২০২৩: কী কী ঘটল সারাদিনে

১২ মে ২০২৩: কী কী ঘটল সারাদিনেবিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল হাই কোর্ট

৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এঁরা সকলেই অপ্রশিক্ষিত। বিচারপতির রায়, চাকরি বাতিল হলেও আগামী চার মাস তাঁরা স্কুলে যেতে পারবেন। বেতন পাবেন প্যারা টিচার হিসাবে। হাই কোর্টের রায়, রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শেষ করতে হবে। বিচারপতি আরও জানিয়েছেন, যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁরাও অংশ নিতে পারবেন।

কর্নাটকে ভোটগণনার প্রস্তুতি

দক্ষিণ ভারতের একমাত্র বিজেপিশাসিত রাজ্যে বিধানসভা ভোটের গণনা হবে শনিবার। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে রাজ্যের ৩৬টি গণনা কেন্দ্রে শুরু হবে ইভিএম গোনার কাজ। গত বুধবার অর্থাৎ ১০ মে বিধানসভা মোট ৭৩.২ শতাংশ ভোট পড়েছিল কর্নাটকে।

শক্তিশালী হচ্ছে মোকা

ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা। এই প্রতিবেদন লেখার সময় অতি প্রবল ঘূর্ণিঝড় হিসাবে এগোচ্ছে মোকা। শুক্রবার রাতের মধ্যেই আরও শক্তি সঞ্চয় করবে ঘূর্ণিঝড়। রাতের মধ্যেই মোকা মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহবিদদের ভাষায় ‘এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ নামে পরিচিত। শনিবার সমুদ্রের উপরেই থাকবে ঘূর্ণিঝড়। সেই সময় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ২১০ কিমি। এমনটাই জানাল মৌসম ভবন।

টুইটারের নতুন সিইও

টুইটারের নতুন ‘চিফ এগ্‌জিকিউটিভ অফিসার’ (সিইও) দায়িত্ব পেলেন। তিনি এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সদ্য প্রাক্তন সর্বময় কর্ত্রী লিন্ডা ইয়াকারিনো। শুক্রবার টুইটার কর্ণধার ইলন মাস্ক নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন।