রেল সূত্রে জানা গিয়েছে, অগ্নিপথ-বিক্ষোভের কারণে গোটা দেশে কম করে ১২টি ট্রেনে আগুন জ্বালানো হয়েছে। ৩০০টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ২১৪টি ট্রেন বাতিল করা হয়েছে। ১১টি ট্রেন ঘুরপথে চালানো হয়েছে। পাশাপাশি, কমপক্ষে ৯০টি ট্রেন গন্তব্যের দিকে যাত্রা শুরু করেও শেষমেশ পৌঁছতে পারেনি। মাঝ পথেই থমকে গিয়েছে।