বুকে ব্যথা নিয়ে দিল্লির এমসে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জানা গিয়েছে, আবারও তাঁর হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। বুধবার সন্ধেয় হঠাৎ বুকে ব্যথা শুরু হলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন তিনি বলে খবর। সঙ্গে জ্বর রয়েছে। শারীরিকভাবেই দুর্বল বলে হাসপাতাল সূত্রে খবর। এই বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় কোভিডে আক্রান্তও হয়েছিলেন তিনি। তখনও তাঁকে এমসে ভর্তি করা হয়েছিল। এখন তাঁর বয়স ৮৯। ইতিমধ্যেই দু’বার বাইপাস সার্জারিও হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।