সুভাষ ভৌমিকের মৃত্যু শোক এখনও তাজা তার মধ্যেই কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুরজিৎ সেনগুপ্ত। সোমবারই ভর্তি হন হাসপাতালে। প্রচন্ড কাশি হচ্ছিল। কমে গিয়েছিল অক্সিজেনের মাত্রা। রাত প্রর্যন্ত অবস্থা স্থিতিশীল থাকলেও বেশি রাতে সমস্যা বাড়ে। তার পরই তাঁকে আইসিসিইউ-তে স্থানান্তরিত করার পাশাপাশি বাইপাপ চিকিৎসা দেওয়া শুরু হয়। অক্সিজেনের মাত্রা ৫৩-তে নেমে গিয়েছিল। মঙ্গলবার সকালে কিছুক্ষণের জন্য বাইপাপ সরিয়ে দেখাও হয়। তখন অক্সিজেনের মাত্রা কিছুটা বেড়েছিল। তবে এখনই তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না। বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।