আইপিএল-এর জন্য বাড়তি মেট্রো রেল চালাবে কর্তৃপক্ষ। বুধবার ঘোষণা করা হল সেই সূচি। শেষ মেট্রো যখন এসপ্ল্যানেড ছেড়ে যায় তখন আইপিএল-এর খেলা শেষ হবে না। তাই ক্রিকেটপ্রেমীদের কোনও লাভও হবে না। সে কারণে ইডেনে ম্যাচের দিনগুলোতে রাত ১২.১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে দুটো ট্রেন ছাড়বে। একটি যাবে দক্ষিণেশ্বর আর অন্যটি কবি সুভাষ। দুটো ট্রেনই ১২.৪৮ মিনিটে গন্তব্যে পৌঁছবে। আগামী ৬, ১৪, ২৩ এপ্রিল এবং ১৮, ১১, ২০ মে ইডেনে রাতে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে। সেই ক’দিন চলবে এই বিশেষ ট্রেন।