আত্মহত্যার চেষ্টা যুগলের

তাঁদের সম্পর্কে সায় ছিল না পরিবারের। যার ফলে প্রেমে বাধার মুখে পড়তে হয়েছে। পরিণতি পায়নি সম্পর্ক। কিন্তু বিচ্ছেদ চাননি তাঁরা। শেষ পর্যন্ত গঙ্গা ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সেই যুগল। চুঁচুড়ার হুগলিঘাচের জুবিলি ব্রিজের উপর থেকে ঝাঁপ দেন ২৭ বছরের মহম্মদ মুক্তার ও ১৯ বছরের স্নেহা খাতুন। দু’জনেই জগদ্দলের বাসিন্দা। কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন স্নেহা। স্থানীয়রা কাউন্সিলরের সাহায্যে তাঁকে উদ্ধার করে। নিখোঁজ মুক্তার। চলছে তল্লাশি। রবিবার দুপুর পর্যন্ত মুক্তারের খোঁজ মেলেনি। তল্লাশি চালাচ্ছে পুলিশ।