আফগানিস্তানে মহিলাদের ফতোয়া

ইদের উৎসবে অংশ নিতে পারবেন না দেশের মহিলারা। এমনই ফতোয়া জারি করল তালিবানরা। এখড় আফগানিস্তান শাসন করছে তালিবান‌রা। মেয়েদের গৃহবন্দি করে রাখাটাই যাদের লক্ষ্য। তবে এবার আফগানিস্তানের দখল নিয়ে তারা বলেছিল মহিলাদের ছাড় দেওয়া হবে কিন্তু তাদের যে কোনও বদলই হয়নি তা আরও একবার প্রমাণ হয়ে গেল। উত্তর আফগানিস্তানের  বাঘলান প্রদেশ ও উত্তর-পূর্বের তক্ষর প্রদেশের মহিলাদের জন্য এই ফতোয়া জারি করা হয়েছে। টুইটারে এমনই দুটো নোটিস ভাইরাল হয়ে গিয়েছে। এখানে ইদের উৎসবে অংশ নিতে বাড়ির বাইরে বেরতে পারবেন না মহিলারা। তবে আফগানিস্তানের বাকি এলাকায়ও এমন ফতোয়া থাকছে কিনা তা জানা যায়নি।