বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নতুন দায়িত্ব পেলেন। এবার আইসিসিতে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হতে চলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটি আইসিসির ইভেন্টের জন্য বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নেয় এবং সামগ্রিক রাজস্ব থেকে সদস্য দেশগুলিতে অর্থ বিতরণের বিষয়টিও দেখে। মেলবোর্নে এই সপ্তাহান্তে আইসিসি বোর্ডের বৈঠকের এক সপ্তাহেরও বেশি আগে, জয় শাহ এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালের নেতৃত্বে বিসিসিআই দল অস্ট্রেলিয়ায় পৌঁছয়। আইসিসি বোর্ডে বিসিসিআই প্রতিনিধি (২০১৯ থেকে অক্টোবর পর্যন্ত বিসিসিআই সভাপতি) হিসেবে শাহ প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় বসেন।