উত্তরপ্রদেশের ললিতপুরে এক কিশোরীকে চার জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই অভিযোগ লিখিত ভাবে জানাতে ওই কিশোরী থানায় গিয়েছিল। কিন্তু সেখানে থানার খোদ ওসি-ই তাকে থানার ভিতরে ধর্ষণ করে বলে অভিযোগ। গ্রেফতার হয়েছে ওই ওসি। বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন।