উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার সুন্দরডুঙ্গা হিমবাহে ট্রেকিং করতে গিয়ে তুষার ঝড়ের কবলে পড়ে এই ট্রেকিং দলটি। সেই দলে ছিলেন পশ্চিমবঙ্গ থেকে অনেকে। দীর্ঘ সার্চ অপারেশন চালাচ্ছিল এনডিআরএফ ও এসডিআরএফ-এর ১৩ সদস্যের দল। মঙ্গলবার সুন্দরডুঙ্গার কাছে দেবীকুণ্ডে এই ৫ বাঙালি পর্বতারোহীর দেহ দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। সেই দেহ উদ্ধার করে নামিয়ে আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। সেখানকার সব নিয়ম মিটিয়ে দিল্লি পৌঁছবে দেহ। তার পর সেখান থেকে রাজ্যে আসবে। মনে করা হচ্ছে বুধবার বিকেলের মধ্যে পুরো বিষয়টি সম্পন্ন হবে। এই দলের গাইড খিলাফ সিংয়ের খোঁজ এখনও পাওয়া যায়নি।