বাংলা ফুটবলের দুই পরিচিত মুখ হোসে র্যামিরেজ ব্যারেটো ও রঞ্জন ভট্টাচার্য। দু’জনে একই সঙ্গে পেলেন এএফসি ‘এ’ লাইসেন্স। এবার তাহলে মোহনবাগানের ঘরের ছেলে ব্যারেটোকে দেখাই যেতে পারে কোনও আইএসএল বা আই লিগ দলের কোচের ভূমিকায়। দেখা যেতে পারে রঞ্জন ভট্টাচার্যকেও। নিয়ম অনুযায়ী এএফসি ‘এ’ ডিপ্লোমা থাকলে আইএসএল দলের সহকারি কোচ হিসেবে কাজ করতে পারবেন যে কেউ। আর এই লাইসেন্স নিয়েই হেড কোচ হিসেবে কাজ করতে পারবেন কোনও আই লিগ দলে। এএফসি প্রো লাইসেন্স পাশ করলে আই লিগ দলের হেড কোচ হিসেবে যোগ দিতে পারবেন। যা সদ্য পেয়েছেন শঙ্করলাল চক্রবর্তী।