প্রবল গরমে পুড়ছে গোটা পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গের অবস্থা সব থেকে খারাপ। সে কলকাতা শহরই হোক বা জেলা। তাপমাত্রা ৪০-৪২-এর ঘরে ঘোরাফেরা করছে। রাস্তায় বেড়লে অসুস্থ বোধ করছেন অনেকেই। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার সবার আগে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আগামী এক সপ্তাহের জন্য বন্ধ করে দিল সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আগে জানানো হয়েছিল, এগিয়ে নিয়ে আসা হয়ে গরমের ছুটি। কিন্তু তাপপ্রবাহের কারণে রবিবারই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হল সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সব। শনিবারের পর কী অবস্থা থাকে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। র আগে সিদ্ধান্ত হয়েছিল ২ মে থেকে শুরু হবে গরমের ছুটি।