বিহারের পর বার্ড ফ্লু ছড়াচ্ছে মহারাষ্ট্রেও। এইচ৫এন১ ভাইরাসের দেখা মিলেছিল বিহারের একটি পোলট্রি ফার্মে। সেই এই ভাইরাস এবার দেখা দিল মহারাষ্ট্রের থানেতে। যার পর ২৫ হাজার মুরগিকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রাথমিকভাবে থানের যে এলাকায় এই ভাইরাস দেখা দিয়েছে সেখানে একসঙ্গে ১০০টি মুরগি মারা যায়। তার পরই নমুনা সংগ্রহ করে বার্ড ফ্লুর কথা জানা যায়। এই ভাইরাস অতীতে মানুষের শরীরেও ছড়িয়ে পড়ার নিদর্শন রয়েছে তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।