প্রাক্তন ক্রিকেটার আর বর্তমানে পিচ প্রস্তুতকারক প্রবীণ হিংনিকারের গাড়ি মঙ্গলবার ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি নিজেই চালাচ্ছিলেন প্রবীণ। গাড়ির গতি বেশি থাকার কারণে পিছন থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা দেয় গাড়িটি। পাশের সিটেই বসে ছিলেন তাঁর স্ত্রী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রাক্তন রঞ্জি ক্রিকেটারকে। ৬৫ বছরের এই ক্রিকেটার পুনে থেকে নাগপুরে যাচ্ছিলেন। তিনি বিদর্ভ ক্রিকেট সংস্থার প্রধান পিচ কিউরেটর। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও অন্যতম পিচ প্রস্তুতকারক তিনিই।