আবার বড়সড় ধাক্কা খেল দেশের অর্থনীতি। কমল টাকার মূল্য। সোমবার টাকার দাম পড়ল ৩৬ পয়সা। গত কয়েকদিনে একাধিকার টাকার দামে পতন ঘটেছে। এদিনের পতনের পর ডলার প্রতি টাকার দাম দাঁড়াল ৭৮.২৯। এটিই রেকর্ড পতন বলছেন বিশেষজ্ঞরা। ৭৮ টাকার নিচে এই প্রথম নামল ডলারে টাকার দাম। শুক্রবার এই মূল্য ছিল ৭৭.৮৫। এটিই ছিল সর্বকালের সর্বনিম্ন ডলার প্রতি টাকার দাম। এদিন বাজার খোলে ৭৮.২০-তে। এই পুরো সপ্তাহে ডলার পিছু টাকার দাম কনেছে ২১ টাকা। মার্চের শুরুতে টাকার দাম ৭৭ টকা হয়। এর মধ্যেই রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু ভারতের অর্থনীতিতে এই ধাক্কা সামলাতে সময় লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।