দারুণ ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে তাঁর দারুণ পারফর্মেন্সে ফল পেলেন হাতে নাতে। আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন দ্বিতীয় স্থানে। তাঁর সামনে এই মুহূর্তে রয়েছে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০-তে ৩৫ বলে দুরন্ত ৬৯ রানের ইনিংস খেলে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে পিছনে ফেললেন তিনি। তাঁর পিছনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইদেন মারক্রামও। আগেই অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি২০-তে ২৫ বলে ৪৬ করে বাবরকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছিলেন তিনি। মাঝে আবার তাঁকে পিছনে ফেলে উঠে এসেছিলেন বাবর। আবার মাত দিলেন সূর্য।