উৎসব শেষ। মাঝে দু’দিন কোভিড গ্রাফ ছিল নিম্নমুখি। কারণ পরীক্ষাও হয়েছিল কম। পরীক্ষা বাড়তেই বাড়তে শুরু করেছে সংক্রমিতের সংখ্যা। আর কলকাতার সংক্রমণ ঘিরে আশঙ্কা বাড়ছে। পজিটিভিটি রেট গত ২৪ ঘণ্টা ৩ শতাংশে পৌঁছে গিয়েছে। শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৯০ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়েছে ৬৮৩ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১০৩ জন। তৃতীয় স্থানে হুগলি। সেখানে সংক্রমিত হয়েছেন ৬৭ জন। হাওড়ায় আক্রান্ত ৫১ জন। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। ৩ জনের মৃত্যু হয়েছে সেখানে।