বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজ কিনতে চাইছেন না কেউ। ক্রুজ ম্যাগাজিন অ্যান বোর্ডের তথ্য অনুযায়ী আপাতত জার্মান শিইয়ার্ডে রয়েছে জাহাজটি। কিন্তু কেন এই জাহাজ বিক্রি করতে চাইছে সংস্থা? জানা গিয়েছে, এই জাহাজ সংস্থা ইতিমধ্যেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। যে কারণে এই জাহাজ বিক্রি করতে চাইছে তারা। কিন্তু এখনও পর্যন্ত তা কিনতে কেউ আগ্রহ প্রকাশ করেনি। এই ক্রুজটির না গ্লোবাল ড্রিম টু। কোভিড-১৯-এর সময়ই এই সংস্থার ভড়াডুবি হয়। এটি এমন একটি জাহাজ যা সমুদ্রে ভেসে পাড়ি দিতে পারে বিশ্বের যে কোনও প্রান্তে। জানা গিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে যদি কোনও ক্রেতা না পাওয়া যায় তাহলে নিলামে তোলা হবে জাহাজটিকে।