ভবানীপুরের উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা

৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখান থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রচার পর্বও। তার সঙ্গে দুটো কেন্দ্রের সাধারণ নির্বাচ‌নও ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই কেন শুধু ভবানীপুরে উপনির্বাচন, এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এদিকে ভবানীপুর নির্বাচন নিয়ে কমিশ‌নকে একটি চিঠি লিখেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আর এই চিঠির বয়ান ঘিরেই প্রাথমিকভাবে তৈরি হয়েছে বিতর্ক। আর সেই বিতর্কীত চিঠি নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই আইনজীবী।

মুখ্যসচিব ভবানীপুরের উপনির্বাচন করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন। আর তা থেকেই মামলাকারীর প্রশ্ন, একাধিক জায়গায় উপনির্বাচন করতে হবে তাহলে কেন মুখ্যসচিব শুধু একটি উপনির্বাচন চাইলেন? কে মুখ্যমন্ত্রী হবেন তা কি মুখ্যসচিব ঠিক করবেন? তাঁর আরও প্রশ্ন মুখ্যসচিব কি একটিমাত্র আসনের ভোট চাইতে পারেন? তবে বিশেষজ্ঞদের মতে, এই অধিকার রয়েছে মুখ্যসচিবের।