রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮০২ জন। কলকাতায় আক্রান্ত ৭ হাজার ৩৩৭ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৮৬ জন। কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনাতেও লাফিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণ। ওই তিন জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন যথাক্রমে ১ হাজার ৪৮৩ জন, ৮৮১ জন এবং ৮৭৮ জন।