রাজ্যে যে কোভিড সংক্রমণ বাড়বে তার ইঙ্গিত বড়দিনের পার্কস্ট্রিটই দিয়ে দিয়েছিল। আর তার ফল তিন দিনের মধ্যেই দেখা গেল বঙ্গের সংক্রমণের তালিকায়। ঊর্ধ্বমুখী সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দিল এদিনের পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ৭৫২। যা সোমবার ছিল ৪৩৯। এক ধাক্কায় অনেকটাই বাড়ল। কলকাতায় একদিনে আক্রান্ত ৩৮২। সোমবার যা ছিল ২০৪। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১০২। হাওড়ায় আক্রান্ত ৫৮। সুস্থ হয়ে ফিরেছেন ৭২১ জন।