ষষ্ঠীতে বিক্ষিপ্ত বৃষ্টি

পুজোর আনন্দে বাংলা মাততে শুরু করেছে মহালয়া থেকেই। প্রায় সব বড় পুজোই উদ্বোধন হয়ে গিয়েছে মহলয়ার দিন বা তার পর দিন। মানুষও দলে দলে নেমে পড়েছে ঠাকুর দেখতে। এখন অবশ্য ঠাকুর দেখার থেকে বেশি আকর্ষণের কেন্দ্রে মন্ডপ। কোথাও মালয়েশিয়ার টুইন টাওয়ার তো  কোথাও ভ্যাটিকান সিটি আবার কোথাও লালকেল্লা। তবে বৃষ্টি যে এবার পুজোয় চোখ রাঙাবে তা আগেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। যার আভাস পাওয়া গেল ষষ্ঠীতেই। কোথাও প্রবল বেগে আবার কোথাও অল্পবিস্তর বৃষ্টি বাধ সাধল মানুষের উচ্ছ্বাসে। সপ্তমীতে আর বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  দশমী পর্যন্ত চলবে বৃষ্টি।