গরমে নাজেহাল অবস্থা। এবারের গরম ইতিমধ্যেই ভেঙে দিয়েছে সব রেকর্ড। কলকাতা, তথা দক্ষিণবঙ্গের অবস্থা ভয়ঙ্কর। তার মধ্যেই স্বস্তির কথা শোনাল হাওয়া অফিস। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয় রবি ও সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। প্রবল কিছু না হলেও ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া চলার সম্ভাবনা রয়েছে শহরে। এছাড়া হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান,দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শনিবার থেকেই বদলাতে শুরু করবে পরিস্থিতি। তাপপ্রবাহ থেকে মুক্তি পাবে কলকাতা। এবার উত্তরবঙ্গও পিছিয়ে নেই গরমের প্রতিযোগিতায়। সেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ, দুই দিনাজপুরেও একই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।