আবার খুনের হুমকি পেলেন অভিনেতা সলমন খান। এবার খুনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। হুমকি ফোনো জানানো হয়েছে ৩০ এপ্রিল খুন হবেন সলমন খান। ফোন যায় মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে। তার পরই শুরু হয় তদন্ত। কয়েক ঘণ্টার মধ্যেই আটক করা হয় এক যুবককে। ১০ এপ্রিল ‘কিসি কা বাই কিসিকা জান’ এর ট্রেলার লঞ্চের কিছু পড়েই এই হুমকি ফোন আসে। পুলিশ জানিয়েছে, নিজেকে রকি ভাই বলে পরিচয় দেওয়া ব্যক্তি জানায় সে রাজস্থানের। কিন্তু তাকে ধরা হয় মুম্বইয়ের থানে এলাকা থেকে। দেখা যায়সে ১৬ বছরের এক কিশোর। কেন সে এই কাজ করল তা জিজ্ঞাসাবাদ করে দেখছে পুলিশ।