সারদা মায়ের জন্মতিথি ২৬ ডিসেম্বর ভক্তদের প্রবেশে সম্মতি বেলুড় মঠে

করোনার প্রকোপ শুরু হওয়ার প্রায় দু’বছর পরে আগামী ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে সাধারণ ভক্ত এবং দর্শকের প্রবেশে অনুমতি দিলেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। গত দু’বছর বেলুড় মঠের যাবতীয় উৎসবে দর্শক-ভক্তদের প্রবেশাধিকার নিষেধ ছিল। এ বার করোনা প্রকোপ অপেক্ষাকৃত কম থাকার কারণে ভক্তদের কথা মাথায় রেখে বেলুড় মঠ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে অন্যান্য বারের মতো সারা দিনের জন্য নয়, বর্তমানে বেলুড় মঠ যে নির্দিষ্ট সময় খোলা থাকছে সেই সময়েই শুধুমাত্র প্রবেশাধিকার থাকবে। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত। কোভিড বিধি মেনে ভক্ত-দর্শকরা রামকৃষ্ণ মন্দির, মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দির দর্শন ও প্রণাম করতে পারবেন। একই সঙ্গে সঙ্ঘাধ্যক্ষ এবং সহ-সঙ্ঘাধক্ষদের প্রণামও করতে পারবেন। সারিবদ্ধ ভাবে দর্শন ও প্রণাম করার পর হাতে হাতে প্রসাদ দেওয়া হবে।