জানা যাচ্ছে ৬ ফেব্রুয়ারি বিয়েটা সেরে ফেলছেন কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালহোত্রা। বলিউডের বিখ্যাত এই কাপলের বিয়ের আসর বসতে চলেছে রাজস্থানের এক আলিশান মহলে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে দু’পক্ষের আত্মীয়-বন্ধুরা। শনিবার কিয়ারাকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে। একদম কোনও সাজগোজ ছিল না। খুব সাধারণ ভাবেই তিনি পাড়ি দিলেন বিয়ের আসরের দিকে। সঙ্গে ছিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা। জয়সলমীর বিমান বন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হন দু’জনে। জয়সলমীরের পাঁচতারা হোটেল সূর্যগড়ে বসতে চলেছে বিয়ের আসর।