সোপিয়ানে বড় সাফল্য পেল জম্মু-কাশ্মীর পুলিশ। যে জঙ্গিরা কিছুদিন আগেই স্থানীয় ব্যাঙ্ক ম্যানেজাররে খুন করছিল তাদের খতম করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সোপিয়ানে হানা দিয়ে দুই লস্কর জঙ্গিকে মারতে সক্ষম হয়েছে পুলিশ। এই জঙ্গিরাই গত ২ জুন কুলগামে ব্যাঙ্কের মধ্যে ঢুকে ম্যানেজারকে খুন করেছিল। পুলিশ এই সাফল্যের কথা টুইট করে জানিয়েছে। দু’জনের মধ্যে একজনের নাম মহম্মদ লোন। সেই ম্যানেজারকে খুন করেছিল বলে পুলিশের দাবি। আর একজন তুফেল গানাই।ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি এক ৪৭ রাইফেল ও বেশ কিছু আগ্নেয়াস্ত্র। সোমবারও শ্রীনগরের বেমিনা এলাকায় দুই জঙ্গিকে নিকেশ করেছে পুলিশ।
#ShopianEncounterUpdate: 02 #terrorists linked with proscribed #terror outfit LeT killed. Identification being ascertained. Further details shall follow.@JmuKmrPolice https://t.co/OPG2N2ADlu
— Kashmir Zone Police (@KashmirPolice) June 14, 2022