হিমাচলে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের

সোমবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের ইন্দ্রুনাগে একটি টেকঅফ সাইটে গুজরাটের আহমেদাবাদের এক ২৫ বছর বয়সী পর্যটকের প্যারাগ্লাইডিং ক্র্যাশ করায় মৃত্যু হয়। ইন্দ্রুনাগ প্যারাগ্লাইডিং সাইটটি ধর্মশালার শহরতলিতে অবস্থিত। কাংড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিতেশ লক্ষনপাল জানিয়েছেন, টেকঅফের সময় গ্লাইডারটি হাওয়ায় উঠতে না পেরে কিছুদূর যাওয়ার পর ভেঙে পড়ে। সতীশ রাজেশ ভাই এবং পাইলট সুরজ উভয়ই আহত হয়েছিলেন। সতীশের মাথা, মুখ এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। ২৫ বছর বয়সী এই যুবককে প্রথমে ধর্মশালার জোনাল হাসপাতাল এবং পরে তান্ডা মেডিকেল কলেজে রেফার করা হয়, যেখানে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। কাংড়ার বালা জি হাসপাতালে চিকিৎসাধীন সুরজ।