দেশে প্রতিদিনই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার। স্বাস্থ্য দফতরের তরফে এই নিয়ে রাজ্যগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনাও করা হয়। তখনই কেন্দ্রের কাছে ৫০ হাজার কোভিড টিকার ডোজ চাইল ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ডের তরফে জানানো হয়েছে, দু’সপ্তাহ আগেই ৫০ হাজার টিকার চাওয়া হয়েছিল। কিন্তু এখনও তা আসেনি। বৃহস্পতিবার নতুন করে সেখানে ১ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৬০। তুলনামূলকভাবে কম হলেও ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যাতে পরিকাঠামো ঠিক থাকে।