উত্তরপ্রদেশে পাক পতাকা উড়িয়ে বিপদে

আদৌ কি সেটা পাকিস্তানের পতাকা ছিল? অভিযুক্তদের বাড়ির লোকেদের দাবি ওটা পাক পতাকা নয় ছিল তাঁদের ধর্মীয় পতাকা। কিন্তু তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। যোগী রাজ্যে এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোরক্ষপুর চৌরিচৌরায় দুই পরিবারের মোট চার জনের বিরুদ্ধে স্থানীয় অভিযোগ করেন যে তারা তাদের ছাদে পাকিস্তানের পতাকা উড়িয়েছে। পরিবারের লোকেরা এই অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও পাকিস্তানের পতাকা পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। যদিও চার অভিযুক্তের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। অভিযুক্ত তালিম, পাপ্পু, আশিক ও আসিফের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।