বিমানে জানলা ছাড়া উইন্ডো সিট পেয়ে কী করলেন যাত্রী

ভেবেছিলেন মহাকাশের মেঘেদের ওড়াউড়ি দেখতে দেখতে গন্তব্যে পৌঁছবেন। অবতরণের সময় হিথতো বিমানবন্দরের যে দৃষ্টি নন্দন দৃশ্য দেখা যায় সেটাও উপভোগ করবেন। কিন্তু ভাগ্যের এমনই খেলা, তিনি উইন্ডো সিট তো পেলেন কিন্তু জানলা পেলেন না। এমনটাই ঘটেছে অনিরুদ্ধ মিত্তলের সঙ্গে। তিনি টুইটে লেখেন, ‘‘হিথরোতে অবতরণের সময় ডানদিকের দৃশ্য খুবই সুন্দর সেকারণে আমি বেশি টাকা দিয়ে উইন্ডো সিটবুক করেছিলাম ব্রিটিশ এয়ার ওয়েজে।’’ তার সঙ্গে জুড়ে দেন, ‘‘কোথায় আমার জানলা?’’ ব্রিটিশ এয়ারওয়েজকে ট্যাগও করেন তিনি সেই পোস্ট। ছবিতে দেখা যাচ্ছে, তাঁকে যে ডানদিকে কর্নার সিট দেওয়া হয়েছে সেখানে জানলার জায়গাটা বিমানের দেওয়াল রয়েছে। তার আগে, পিছনে জানলা থাকলেও সেখানটায় নেই। কিন্তু যদি সেই বিশেষ জায়গাটায় জানলা না থাকে তাহলে কেন সেটাকে উইন্ডো সিটের আওতায় রাখা হয়েছে. এমন প্রশ্ন তুলছেন অনেকেই।