জাস্ট দুনিয়া ডেস্ক: প্রত্যাশা ছিলই। তেমনটাই হল। শুধু ভাইচুং ভুটিয়া মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচনটা হল। না হলে আগেই কল্যাণ চৌবে যে ফেডারেশনের সভাপতি হচ্ছেন তা ঠিক হয়ে গিয়েছিল। শুক্রবার নির্বাচনের ফলও সেটাই প্রমাণ করে দিল। ভাইচুংকে হারিয়ে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচন (AIFF Election) জিতে নিলেন কল্যাণ। এই প্রথম ফেডারেশনের মসনদে বসলেন কোনও প্রাক্তন ফুটবলার। দুটো ভোট পাওয়ার কথা ছিল ভাইচুংয়ের মনোনয়নের পরিস্থিতি অনুযায়ী কিন্তু তেমনটাও হল না। মাত্র একটি ভোট পেলেন তিনি। সেখানে কল্যাণের ঝুলিতে এল ৩৩টি ভোট।
ফিফার নির্বাসনের পর থেকেই ফেডারেশনের নির্বাচন নিয়ে তৎপড়তা শুরু হয়ে যায়। গজিয়ে ওঠা সিও-র মতো ডানা কেটে ফেলা হয়। তার পরই নির্বাসন ওঠে। তখন থেকেই লড়াইয়ে উঠে আসে দুই প্রাক্তন ফুটবলারের লড়াই। কল্যাণের মাথায় বিজেপি তথা কেন্দ্র সরকারের হাত রয়েছে। সে কারণে গুজরাত ফুটবল ফেডারেশন থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। তার পর তিনিই যে সেই ভোটে জিতবেন তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। এমন কী বাংলার ফুটবলের তরফে সমর্থন ছিল কল্যাণকেই। ভাইচুংয়ের রাজ্য সিকিমও ভাইচুংকে সমর্থন করেনি। সব মিলে কল্যাণের সভাপতি হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। যা এদিন অফিশিয়াল হয়ে গেল।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google