শিখর ধাওয়ানের সেঞ্চুরি, হংকং-এর বিরুদ্ধে লড়াই করে জয় ভারতের

জাস্ট দুনিয়া ডেস্ক: শিখর ধাওয়ানের সেঞ্চুরি কি তাঁর ভাগ্য নির্ধারণ করে দেবে? টানা ফ্লপ। ছিলেন না ফর্মের ধারে কাছেও। ইংল্যান্ড সিরিজে তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। তাও এশিয়া কাপ দলে রাখা হয়েছে তাঁকে। নির্বাচকদের সেই ভরসাকে যোগ্য সম্মান দিলেন ওপেনার শিখর ধাওয়ান। যদিও সেঞ্চুরি হাঁকালেন টুর্নামেন্টের দূর্বলতম দলের বিরুদ্ধে।  তার বিরুদ্ধে কেরিয়ারের ১৪তম ওয়ান ডে সেঞ্চুরিটিও সেরে ফেললেন শিখর।

মঙ্গলবার এশিয়ান গেমসের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ভারতের টস হার নিয়ে ইংল্যান্ড সিরিজে কম আলোচনা হয়নি। রেকর্ডই করে ফেলেছেন বিরাট কোহলি টস হারের। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচেও টস জিততে পারেননি বিরাট। বিরাট যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন তাঁর ডেপুটি রোহিত শর্মা। বিরাট না থাকায় এশিয়া কাপে ভারতের অধিনায়কত্ব করছেন তিনি। তিনিও শুরু করলেন টস হেরেই।

এ দিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল হংকং। নির্ধারিত ওভারে ভারতকে ২৮৫ রানেই আটকে দেয় হংকংয়ের বোলাররা। শিখর ধাওয়ান ও অম্বাতি রায়ডু ছাড়া আর কেউই ব্যাট হাতে রান পেল না এ দিন। যে হংকংকে দু’দিন আগে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান সেই হংকংয়ের সঙ্গে ৩০০ রানের গণ্ডি পেরতে পারল না ভারত।

রাজীব গান্ধী খেলরত্ন পাচ্ছেন বিরাট কোহলি ও মীরাবাঈ চানু

ওপেন করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ২৩ রান করেই ফিরে যান। এর পর অম্বাতি রায়ডুকে নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন শিখর ধাওয়ান। ১২০ বলে ১২৭ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি দিয়ে। ৭০ বলে ৬০ রান করেন রায়ডু। এখানেই শেষ ভারতের সব দৌরাত্ম। দীনেশ কার্তিক ৩৩ রান করে আউট হওয়ার পর কোনও রান না করেই ফেরেন এমএস ধোনি। ২৮ রান করে অপরাজিত থাকেন কেদার যাদব। ভুবনেশ্বর কুমার ৯ ও শার্দূল ঠাকুর ০ রানে ফেলেন। ৫০ ওভার শেষে ভারত থামে ২৮৫/৭এ।

২৮৫ রান তাড়া করতে নেমে শেষ বল পর্যন্ত ভারতকে চাপে রাখল হংকং। যদিও ২৬ রানেম্যাচ জিতে নিলেন রোহিতরা। হংকং-এর দুই ওপেনার নিজাকত খান (৯২) ও অধিনায়ক অংশুমান রথ (৭৩) শক্ত ভিত তৈরি করে দিয়েছিলেন। কোনও উইকেট না হারিয়ে ১৭৩ রান তুলে দিয়েছিলেন ওঁরা দু’জন। ওই দু’জন প্যাভেলিয়নে ফিরতেই কিছুটা সহজ হয়ে গিয়েছিল ভারতের লড়াই। ১৭৪ রানে ১ উইকেট থেকে ৫০ ওভারের শেষে হংকং যখন থামল, তাদের কাছে ২৫৯/৮। ভারতের হয়ে তিনটি করে উইকেট নিলেন খলিল আহমেদ ও যুজবেন্দ্র চাহাল। ২ উইকেট কুলদীপ যাদবের। বুধবার টুর্নামেন্টের কঠিনতম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত।