অস্ট্রেলিয়ার এই জয়ে কতটা প্রভাব পড়ল টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবলে

জাস্ট দুনিয়া ডেস্ক: অস্ট্রেলিয়ার এই জয়ের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল অজিরা। সঙ্গে বেশ কিছুটা চাপে পড়ে গেল ভারত। কারও উপর নির্ভর না করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ভারতকে শেষ টেস্ট জিততেই হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা এই মাসের শেষে খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। যদি ভারত শেষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট হেরে যায় এবং সিরিজ ২-২ হয়ে যায় আর শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ সিরিজ জিতে নেয় তাহলে ভারতীয় দল সেরা দু’য়ে জায়গা পাবে না।

বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচ জেতার আগে অস্ট্রেলিয়া টেবলের শীর্ষেই ছিল পয়েন্ট ছিল ৬৬.৬৭। জয়ের পর তা দাঁড়াল ৬৮.৫২। ভারতের এই ম্যাচ হারের আগে পয়েন্ট ছিল ৬৪.০৬। আর পরে তা কমে দাঁড়াল ৬০.২৯। সুতরাং একটা হার ভারতকে বিপদে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট।

দেখে নিন ওয়ার্ল্ড টেস্ট সিরিজের বর্তমান পয়েন্ট টেবল—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle