একদিনে জোড়া Indian Cricket Team ঘোষণা, দেখুন কেমন হল দল

ICC Women's World Cup 2025

একসঙ্গে জোড়া দল ঘোষণা করে দিল Indian Cricket Team । মঙ্গলবার বোর্ডের সদর দফতরে সিনিয়র পুরুষ ও মহিলা ভারতীয় দল বেছে নিতে বসেছিলেন দুই নির্বাচক কমিটি। যেখানে ভারতের পুরুষরা খেলবে এশিয়া কাপ সেখানে মেয়েরা খেলবে বিশ্বকাপ। ২০২৫ ক্রিকেটের দুই বড় ইভেন্ট ঘিরে সাজ সাজ রব চারদিকে। এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে আর বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। এদিন ছেলেদের দলে বেশ কিছু চমক থাকলেও মেয়েদের দল প্রত্যাশিতই ছিল। এই প্রথমবার বিশ্বকাপে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। দুই দল মিলে একটাই বাঙালি মুখ, মেয়েদের দলের উইকেট কিপার, ব্যাটার রিচা ঘোষ।

ছেলেদের দলে অবশ্য বড় চমক রয়েছে। শুভমান গিলের সহঅধিনায়ক হয়ে অন্তর্ভুক্তি এই তালিকায় শীর্ষে থাকবে। এরপর যশস্বী জয়সওয়ালের রিজার্ভে থাকা অন্যদিকে শ্রেয়াস আইয়ারের নাম বিবেচনাই না করা। তবে এই দু’জনের দলে জায়গা না পাওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর। তাঁর বক্তব্য, “ওদের পজিশনে একাধিক বিকল্প থাকায় কাউকে না কাউকে বাইরে বসতেই হতো। এখানে ওদের দোষ নেই, আমাদেরও দোষ নেই।”


দেখে নিন দুই দল:

ভারতের এশিয়া কাপ দল: সূর্য কুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্যে, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেট কিপার), যশপ্রীত বুমরাহ বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্থি, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হর্ষিত রানা, রিঙ্কু সিং

রিজার্ভ: প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রায়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল

Indian cricket Team

ভারতের মহিলা বিশ্বকাপ দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা (ভাইস-ক্যাপ্টেন), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা, জেমিমা রডরিগেজ, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেট কিপার), ক্রান্তি গৌড়, আমানজোত কৌর, রাধা যাদব, শ্রী চরণি, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেট কিপার), স্নেহ রানা

Indian cricket Team

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle