বেন স্টোকস খেলবেন না ক্রিকেট, বাড়ছে মানসিক স্বাস্থ্যের সমস্যা

জাস্ট দুনিয়া ডেস্ক: বেন স্টোকস কি স্বেচ্ছা অবসরে গেলেন? সব ধরনের ক্রিকেট থেকে সরলেন অনির্দিষ্টকালের জন্য। না অবসর ঘোষণা করেননি তবে কবে আবার ফিরবেন তা কেউ জানে না। কিন্তু প্রতিযোগিতার মানসিক চপের সঙ্গে কোনওভাবেই মানাতে পারছিলেন না। সেকারণে আপাতত সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ড ক্রিকেটের তারকা অল-রাউন্ডার বেন স্টোকস। এই ব্রেক কতদিনের তা তিনি জানাননি। বরং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ডের তরফে জানানো হয়েছে স্টোকস বিরতি নিচ্ছেন অনির্দিষ্টকালের জন্য। শুক্রবার এই বার্তা দিয়ে বোর্ড জানিয়েছে, ‘‘গুরুত্বপূর্ণ তাঁর মানসিক সুস্থতা।’’

বেন স্টোকস সরে দাঁড়ানোয় ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে দেখা যাবে না তাঁকে। ৪ অগস্ট থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত প্রথম টেস্ট। তাঁর জায়গায় দলে এসেছেন ক্রেগ ওভার্টন। এক বার্তায় জানানো হয়েছে, ‘‘ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে যে বেন স্টোকস সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন্য বিরতি নিচ্ছে এই মুহূর্ত থেকে।’’

সেখানে আরও বলা হয়, ‘‘আগামী সপ্তাহে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইংল্যান্ড দল থেকে বেন স্টোকস তাঁর নাম তুলে নিয়েছেন তাঁর মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। সঙ্গে তাঁর বা তর্জনীর চোট সারিয়ে তোলার জন্য। যা এখনও পুরোপুরি ঠিক হয়নি এই মাসের শুরুতে তাঁর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর থেকে।’’ ইসিবি জানিয়েছে, তারা স্টোকসের পাশে রয়েছে। খেলার বাইরে থাকার সময়ও তারা তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

মেনস ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস বলেন, ‘‘বেন সেই সাহস দেখিয়েছে যেখানে নিজের অনুভূতি ও ভাল থাকার কথা সামনে এসে বলা যায়। আমাদের প্রাথমিক লক্ষ্য সকলের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা।’’ কিছুদিন আগেই মানসিক স্বাস্থ্যের কারণে অলিম্পিকের ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন আমেরিকান জিমন্যাস্ট সিমোন বাই‌লস। জাপানিস টেনিস তারকা নাওমি ওসাকা ফরাসি ওপেন থেকে ন‌াম তুলে দিয়েছিলেন একই কারণে। নামেননি উইম্বলডনেও।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)