জাস্ট দুনিয়া ডেস্ক: ক্রিকেট ছেড়ে বিমান চালক হওয়ার পথে এই ক্রিকেটার। ঠিক কী ভেবে জীবন শুরু করেছিলেন তা আজ আর মনে পরে না। কিন্তু এশিয়া কাপ খেলে দেশে ফিরেই নতুন ভাবনায় ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন হংকংয়ের উইকেট কিপার ব্যাটসম্যান ক্রিস্টোফার কার্টার। তাও আবার মাত্র ২১ বছর বয়সে। যখন অনেকেই শুরু করেন। তখন তিনি শেষ করলেন।
এখন প্রশ্নটা হল তা হলে ক্রিকেট ছেড়ে তিনি করবেন কী?
পাইলট হতে চান ক্রিস্টোফার। গত দু’বছর পড়াশোনা বন্ধ রেখেছিলেন দেশের হয়ে ক্রিকেট খেলার জন্য। এশিয়া কাপের শুরুর ম্যাচে ভারতকে চূড়ান্ত বেগ দিয়েছিল এই হংকং ক্রিকেট দলই। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এই দেশের ক্রিকেটারদের নাম। তার পরও ক্রিস্টোফারের মনে হয়েছে হংকংয়ের ক্রিকেটের কোনও ভবিষ্যৎ নেই। তাই তাঁর পছন্দের পেশায় ফিরে যেতে চান তিনি। ক্রিস্টোফার বলেন, ‘‘আমি ইতিমধ্যেই আমার পড়াশোনা বন্ধ রেখেছি। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময় সেই পথে হাঁটার আসলে আমি যেটা করতে চেয়েছিলাম। এবং আমি পাইলট হতে চাই।’’
২০১৫ সালের নভেম্বরে হংকং জাতীয় দলের হয়ে অভিষেক হয় ক্রিস্টোফারের। দেশের জার্সিতে তিনি ১১টি ওডিআই ও ১০টি টি২০ খেলেছেন। তার পর থেকেই দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন তিনি। একদিনের ম্যাচে মোট ১১৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান ৪৩। টি২০তে ক্রিস্টোফারের মোট রান ৫৫। সর্বোচ্চ ১৭। ক্রিস্টোফারের জন্ম হংকংয়ে হলেও বড় হওয়া অস্ট্রেলিয়ার পার্থে। এশিয়া কাপ থেকে সরাসরি তিনি চলে গিয়েছে অ্যাডিলেডে পাইলট ট্রেনিং নিতে। ৫৫ সপ্তাহের ট্রেনিং শেষে তাঁকে দেখা যেতে পারে হংকং এয়ারলাইন্সের সেকেন্ড অফিসার হিসেবে।
বিবিয়ানো ফার্নান্ডেজ বুঝিয়ে গেলেন, এটা শেষ নয়, এটা আসলে শুরু
এশিয়া কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে মালয়েশিয়াকে হারিয়ে পৌঁছে গিয়েছিল হংকং। ক্রিকেট বিশ্ব খুব বেশিদিন হয়নি এই দেশের। তার মধ্যেই বড় বড় দেশকে বেগ দিচ্ছে। তবুও ক্রিকেট ছেড়ে প্রিয় বিমান চালকের কাজেই তিনি যে বেশি আগ্রহী তা বুঝিয়ে দিলেন। এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের কাছে হারের পর ছিটকে যেতে হলেও খেলার প্রশংসা হয়েছে। আপাতত ক্রিকেট ছাড়লেও ক্রিকেটে ফেরার রাস্তাটা বন্ধ করতে চান না ক্রিস্টোফার। তাই দেশের জার্সিতে আবার দেখা যেতে পারে এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। তখন তিনি বিমান চালক ক্রিকেটার।