ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারতীয় দল: এলেন কার্তিক-শঙ্কর, বাদ পন্থ-রায়ডু

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারতীয় দলভারতীয় দল

জাস্ট দুনিয়া ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারতীয় দল জানার অপেক্ষায় ছিল গোটা দেশ। সেটা শেষ পর্যন্ত এল সোমবার। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এর জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গেল। সোমবার মুম্বইয়ে ১৫ সদস্যের দল সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দিলেন বিসিসিআই-এৱ ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চোধুরী। সঙ্গে ছিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএকে প্রসাদ। তার আগে পাঁচ সদস্যের নির্বাচক কমিটি দল বেছে নিতে বসেছিলেন মুম্বইয়ের ক্রিকেট সেন্টারে। সেখানে উপস্থিত ছিলেন অধিনায়ক বিরাট কোহলিও।

বিশেষ চমক যে এই ভারতীয় দলে থাকবে না তা নিশ্চিতই ছিল। প্রশ্ন ছিল দলের দুটো জায়গা নিয়ে। এক, ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গার জন্য কাকে নেওয়া হবে এবং বিকল্প উইকেট কিপার হিসেবে কে থাকবেন দলে?

চার নম্বরে যে এ যাত্রায় অম্বাতি রায়ডুর শিকে ছিড়বে না তা অনেক আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল তাঁর ফর্মে। তিনি টানা ব্যর্থ। সেখানে অনেকে অনেক মতামত দিলেও এগিয়ে ছিলেন বিজয় শঙ্কর। সদ্য ভারতীয় দলে জায়গা করে নেওয়া বিজয়ের জন্য এটা একটা বড় প্রাপ্তি।

বিশ্বকাপ দলে জায়গা করে নিয়ে বিজয় বলেন, ‘‘আমি গর্বিত বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পেরে। স্বপ্ন সফল হল।’’ এই মুহূর্তে তিনি খেলছেন আইপিএল-এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। তার দল থেকে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের এটা দ্বিতীয় বিশ্বকাপ।

চমকটা যেখানে দিলেন নির্বাচকরা সেটা হল বিকল্প উইকেট কিপার বেছে নিতে। গত জানুয়ারিতে শেষ দেশের হয়ে ওয়ান ডে খেলা ৩৩ বছরের দীনেশ কার্তিককে বেছে নেওয়া হল ধোনির বিকল্প হিসেবে। যদিও তার পারফর্মেন্স দীর্ঘদিন ধরেই পড়তির দিকে। সেখানে অনেকবেশি করে উঠে এসেছিল তরুণ উইকেট কিপার ঋষভ পন্থের নাম। ফর্মেও ছিলেন তিনি। কিন্তু কার্তিকের অভিজ্ঞতাকেই গুরুত্ব দিলেন নির্বাচকরা।

নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ বলেন, ‘‘দ্বিতীয় উইকেট কিপার তখনই খেলতে পারবে যদি মাহি (মহেন্দ্র সিং ধোনি) চোট পায়। আমরা কার্তিককে দলে নিচ্ছি ওৱ বড় মঞ্চে অভিজ্ঞতার জন্য।”

ভারতের বিশ্বকাপ দলে রয়েছে, পাঁচজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান, দু’জন উইকেট কিপার, তিনজন ফাস্ট বোলার, তিনজন অল-রাউন্ডার এবং দু’জন স্পেশালিস্ট স্পিনার।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, হার্দিক পাণ্ড্যে, এমএস ধোনি, কেদার যাদব, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব,  রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার।

(খেলার আরও খবরের জন্য এই লিঙ্কে ক্লিক করুন)