জাস্ট দুনিয়া ডেস্ক: মহিলাদের প্রথম প্রিমিয়ার লিগ শুরু থেকেই জমিয়ে দিয়েছেন সব দেশের ক্রিকেটাররা। যেমন জমজমাট খেলা চলছে তেমন মাঠে এবং মাঠের বাইরেও চলছে ক্রিকেটারদের নানান কীর্তিকলাপ। সোমবার তো জমিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালসের মেয়েরা। ইতিমধ্যেই প্লেঅফে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে দিল্লি দল। তার পরই দেখা গেল পুরো দলকে শাহরুখের গানের তালে পা মেলাতে।
শাহরুখের গান ‘ও লেরকি জো সবসে আলগ হো’ গানের সঙ্গে নাচে মাতল গোটা দল। সেখানে যেমন জেমিমা রডরিগেজ পা মেলালেন তেমনই শাহরুখের চেনা পোজ দিয়ে মন কেড়ে নিলেন অস্ট্রেলিয়ান তারকা মেগ। সেই ভিডিও পোস্ট করলেন জেমিমা স্বয়ং। তিনি ভিডিও পোস্ট করে লেখেন, ‘মেগের এসআরকে-র পোজ খুব পছন্দ’।
দেখুন সেই ভিডিও
Qualified for the #TATAWPL play-offs with a special 𝒕𝒂𝒖𝒇𝒂 for you 🫲😊🫱#YehHaiNayiDilli pic.twitter.com/1FiGIJ9mv8
— Delhi Capitals (@DelhiCapitals) March 19, 2023
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google