আইএসএল চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী

জাস্ট দুনিয়া ব্যুরো: শনিবার গোয়ার মাঠে বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে আইএসএল ২০২৩ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এটিকে মোহনবাগান হিসেবে আইএসএল জিতলেও জয়ের মঞ্চেই ঘোষণা হয়ে গিয়েছিল এটিকে আর থাকবে না। আগামী মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্ট হিসেবে খেলবে। গোয়া থেকে রবিবারই ফিরেছে দল। সোমবার ছিল সম্বর্ধনা অনুষ্ঠান। ক্লাব তাঁবুতে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই তিনি ক্লাবের উন্নতিতে ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথাও ঘোষণা করে দিলেন।

মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন সম্বর্ধনা অনুষ্ঠানে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি অবশ্য ফাইনাল ম্যাচের দিন মাঠেও ছিলেন। এদিন দলের সবার হাতে মিষ্টি ও উত্তরীয় তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে বিশ্বসেরার শিরোপা পাবে মোহনবাহান। তিনি যে মোহনবাগানের সাফল্য উচ্ছ্বসিত তা বার বার বুঝিয়ে দিয়েছেন। বর্তমান থেকে অতীত স্মৃতি রোমন্থনও করতে দেখা যায় তাঁকে। তাঁর মা ছিলেন মোহনবাগান সমর্থক।

মায়ের ফুটবলপ্রেম থেকেই তাঁরও ফুটবলের প্রতি ভালবাসার শুরু। তিনি জানান, মোহনবাগানের খেলা থাকলে তাঁর মা পুজো দিতেন। তাঁর বিশ্বাস ছিল, মোহনবাগান ফাইনালে উঠেছে মানে জিতেই ফিরবে। তিনি বলেন, ‘‘বাংলা এত দূর গিয়ে হেরে যেতে পারে না। মোহনবাগান ফাইনালে উঠেছে মানে জিতেই ফিরবে আর এই মোহনবাগানই একদিন বিশ্বসেরা হবে।’’

শুধু ক্লাব কর্তা বা কোচ, ফুটবলার নয়, মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদেরও। ভাল সময়ের পাশাপাশি তাঁরা যে কঠিন সময়েও ক্লাবের পাশে থেকেছেন সেটাই তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী যে বাংলার ফুটবলের পাশে থাকবেন সে বিষয়ে আরও একবার নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘মোহনবাগান ক্লাবের পরিকাঠামোগত উন্নতির স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করছি।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle