জাস্ট দুনিয়া ডেস্ক: ধোনির ২০০তম অধিনায়কত্বের ম্যাচ লেখা থাকল হাতে গোনা কয়েকটি ম্যাচের তালিকায়। সুপার ফোরের শেষ ম্যাচ শেষ হল সমানে সমান। ফল ড্র। ২৫২ রান করে থেমেছিল আফগানিস্তান। ভারত সেই রান তাড়া।করতে নেমে জয়ের জন্য বাড়তি আর এক রান তুলতে পারল না। ভারতও থামল ২৫২তেই।
অধিনায়ক ধোনি, প্রায় দু’বছর পর আবার ফিরলেন ক্যাপ্টেন কুল। বিরাট কোহালিকে বিশ্রাম দিয়ে এশিয়া কাপের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল রোহিত শর্মার হাতে। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। তাই আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচ ছিল ভারতের জন্য দলের রিজার্ভ বেঞ্চকে দেখে নেওয়ার। যাঁরা টানা খেলছে ফাইনালের আগে তাঁদের বিশ্রাম দেওয়াও ছিল লক্ষ্য। সেই মতো দলে পাঁচটি পরিবর্তন করেই দল নামিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল এমএস ধোনির হাতে। দীর্ঘদিন পর আবার দুবাই ফিরে পেল ক্যাপ্টেন ধোনিকে। এই নিয়ে দেশের জার্সিতে অধিনায়কত্বের ডবল সেঞ্চুরি করে ফেললেন ধোনি। তিনি তৃতীয় জাতীয় ক্যাপ্টেন যাঁর ঝুলিতে থাকল ২০০ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড। তাঁর আগে রয়েছেন, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং।
এতদিন পর দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে ধোনি বলেন, ‘‘আমি ১৯৯টি ওয়ান ডে-তে অধিনায়কত্ব করেছি। এটা ২০০ ম্যাচে অধিনায়কত্ব করার একটা সুযোগ করে দিল। সবটাই আসলে ভাগ্য। যাতে আমি সবস সময়ি বিশ্বাস করে এসেছি। যেটা আমার নিয়ন্ত্রণে নেই। ২০০ ম্যাচে অধিনায়কত্ব করতে পেরে ভাল লাগছে কিন্তু আমার মনে হয় না এটার বিরাট কোনও গুরুত্ব আছে।’’
রোহিত শর্মা ছাড়াও এ দিন ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিয়েছিলওপেনার শিখর ধাওয়ান, ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরা, লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে। সেখানে ভারতীয় দলের জার্সিতে ওয়ান ডে অভিষেক হয়ে গেল দীপক চাহারের। এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেললেন ওপেনার লোকেশ রাহুল। অম্বাতি রায়ডুর সঙ্গে ওপেন করলেন লোকেশ। হংকং ম্যাচের পর দলে ফিরলেন খলিল আহমেদ।
মণীশ পাণ্ড্যে ও সিদ্ধার্থ কল টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেললেন এ দিন। আফগানিস্তান দলে দুটো পরিবর্তন করল। সামিউল্লাহ শেনওয়ারি ও ইহাসানউল্লাহর পরিবর্তে দলে এলেন নাজিবুল্লাহ জার্দান ও জাভেদ আহমেদি। এ দিন ধোনির অধিনায়কত্বে অবশ্য টস হারের ধারা আবার ফিরে এল। টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ওভারে আফগানিস্তান শেষ করে ২৫২/৮এ।
সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে পরীক্ষা
ওপেন করতে নেমে জাভেদ আহমেদ মাত্র ৫ রান করে ফিরে গেলেও উল্টোদিকে একা লড়াই শুরু করেন মহম্মদ শাহজাদ। এর পর হমত শাহ ৩, হশমতউল্লাহ ০, আসগর আফগান ০, গুলবাদিন নাইব ১৫ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। সাত নম্বরে ব্যাট করতে নেমে শাহজাদের সঙ্গে আফগান ব্যাটিংয়ের হাল ধরেন মহম্মদ নবি। ৬৪ রানের ইনিংস খেলেন নবি। ওপেনার মহম্মদ শাহজাদকে শেষ পর্যন্ত থামান কেদার যাদব। ততক্ষণে অবশ্য ১২৪ রানের ইনিংস খেলে ফেলেছেন শাহজাদ।
ভারতের হয়ে তিনটি উইকেট নেন রবীন্দ্র জাডেজা। দুটো উইকেট কুলদীপ যাদবের। একটি করে উইকেট নেন খলিল আহমেদ, দীপক চাহার ও কেদার যাদব।
২৫৩ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালই করে দিয়েছিল নতুন দুই ওপেনার। লোকেশ রাহুল ৬০ ও অম্বাতি রায়ডু ৫৭ রান করে ভিতটা তৈরি করে দিয়েছিলেন। তিন নম্বরে নামা দীনেশ কার্তিকও ৪৪ রান করে ভারতের ইনিংসকে হচল রেখেছিলেন। কিন্তু তার পর আর কেউ দাড়াতে পারেননি। ধোনি ৮, মণীশ ৮, কেদার যাদব ১৯, দীপক চাহার ১২ রান করে ফিরে যান। ১ বল বাকি থাকতে জয়ের রান তুলতে গিয়ে রশিদের বলে জার্দানকে ক্যাচ দিয়ে খেলার ইতি করে দেন রবীন্দ্র জাডেজা।