দিয়েগো মারাদোনার মৃত্যু, শোকস্তব্ধ গোটা বিশ্ব, টুইটারে শোকপ্রকাশ

দিয়েগো মারাদোনার মৃত্যু

জাস্ট দুনিয়া ডেস্ক: দিয়েগো মারাদোনার মৃত্যু শোকস্তব্ধ করে দিয়েছে গোটা বিশ্বকে। বাংলার  মাটিতে একাধিকবার পা রেখেছেন তিনি। যার ফলে বাংলার মননে ঢুকে পড়েছেন তিনি। তাঁকে দেখেই ফুটবলপ্রেম শুরু একটা প্রজন্মের। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটে লেখেন, ‘‘আমার হিরো আর নেই… আমার পাগল জিনিয়াস শান্তিতে ঘুমাও। আমি তোমার জন্যঅ ফুটবল দেখতাম।’’

শুধু সৌরভ নন, তাঁর জন্যই ফুটবল দেখা, ফুটবলপ্রেম শুরু এই প্রজন্মের। তাঁর জন্যই বার্সেলোনা থেকে আর্জেন্তিনা প্রেম। আজ শেষ হল সেই সময়। তবে তিনি থাকবেন সবার ভালবাসায়। থাকবে তাঁর সব চোখধাঁধানো গোল। তাঁর মানুষের সঙ্গে মিশে যাওয়ার সেই ক্ষমতা। তিনি মারাদোনা। তিনি ফুটবল ভগবা‌ন। যাঁর বাঁ পা আজও বিস্ময় তৈরি করে সবার মধ্যে।

প্রাক্তন বাংলার ফুটবলার দীপেন্দু বিশ্বাস মারাদোনার সঙ্গে প্রথম সাক্ষাতে তাঁর বাঁ পা ছুঁয়ে দেখতে চেয়েছিলেন। যা শুনে হেসে ফেলেছিলেন স্বয়ং ফুটবল ভগবান। কিন্তু হতাশ করেননি দীপেন্দু বিশ্বাসকে। দীপেন্দুর কাছে সেই স্মৃতি আজও তাজা টখন তিনি দু’হাতে জরিয়ে ধরেছিলেন মারাদোনার বাঁ পা। এমনটাই ছিল মারাদোনাপ্রেম, এমনটাই ছিল মারাদোনার আকর্ষণ।

 

পেলে লিখেছেন, ‘‘এটা সত্যি নয়। আমি আমার কাছের বন্ধুকে হারালাম আর বিশ্ব একজন লিজেন্ডকে হারাল। অনেক কিছু বলার ছিল। কিন্তু এখন ওর পরিবারকে ভগবান ক্ষমতা দিক। আশা করি একদিন আমরা এক সঙ্গে খেলতে পারব।’’

Hoje despeço-me de um amigo e o Mundo despede-se de um génio eterno. Um dos melhores de todos os tempos. Um mágico inigualável. Parte demasiado cedo, mas deixa um legado sem limites e um vazio que jamais será preenchido. Descansa em paz, craque. Nunca serás esquecido.🙏🏽 pic.twitter.com/WTS21uxmdL

— Cristiano Ronaldo (@Cristiano) November 25, 2020

Really sad to hear of the passing away of the legendary Maradona. He truly lived life king size & by his rules and set benchmarks on the field and off it too. RIP my friend. You will be missed

— Yuvraj Singh (@YUVSTRONG12) November 25, 2020

(খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)