জাস্ট দুনিয়া ব্যুরো: প্রয়াত তুলসীদাস বলরাম। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গেই শেষ হল ভারতীয় ফুটবলের একটা যুগের। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। চুনী-পিকে-বলরাম— এই তিন নাম এক সময় ভারতীয় ফুটবলে এক সঙ্গে উচ্চারিত হত। ভারতীয় ফুটবলের ব্রক্ষ্মা-বিষ্ণু-মহেশ্বরের প্রথম দু’জনেই আগেই বিদায় জানিয়েছিলেন এই পৃথিবীকে। এবার তৃতীয় জনও পাড়ি দিলেন সেই পথেই।
গত কয়েক বছর ধরেই বার বার অসুস্থ হয়েছেন। লিভারের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু বার বারই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছিলেন। এবার আর ফেরা হল না। লাল-হলুদ জার্সিতেই বাংলার ফুটবলে তাঁর পরিচিতি। কিন্তু শেষের দিকে সেই সম্পর্কে চির ধরেছিল।
তাঁর সময় হায়দরাবাদের ফুটবল ভারতীয় ফুটবলকে অনেক প্রতিভা উপহার দিয়েছে। তিনি ছিলে তাঁদের মধ্যে অন্যতম। কিন্তু পেশাদার ফুটবলে যোগ দিয়ে আষ্টেপৃষ্ঠে জরিয়ে গিয়েছিলেন বাংলার ফুটবল তথা কলকাতা শহরের সঙ্গে। থেকে গিয়েছিলেন এই শহরেই। থাকতেন উত্তরপাড়ায়। এবার শেষবারের মতো ফিরবেন সেই বাড়িতে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google