Virat Kohli-র ৩৪-এ পা, ফিরে দেখা তাঁর রেকর্ড

Virat Kohli

জাস্ট দুনিয়া ডেস্ক: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে সুপার ১২-র শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। যেদিন বিরাট কোহলির ((Virat Kohli)) জন্মদিন। ৫ নভেম্বর। কোহলি টুর্নামেন্টে সেরা ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত ভারতের চারটি ম্যাচের মধ্যে তিনটিতে অপরাজিত অর্ধশত রান হাঁকিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন এবং নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে যথাক্রমে অপরাজিত ৬২ এবং অপরাজিত ৬৪ রান করেন। টুর্নামেন্টে তিনি এখন পর্যন্ত ২২০ রান সর্বোচ্চ। রানের জায়গা ধরে রেখেছেন।

শনিবার বিরাট কোহলি (Virat Kohli) ৩৪ বছরে পা দিলেন। এই মুহূর্তে দীর্ঘ অফফর্ম কাটিয়ে ফিরেছেন তিনি। দাপটের সঙ্গে খেলছেন টি২০ বিশ্বকাপ। জন্মদিনের শুভেচ্ছার মধ্যে দেখে নেওয়া যাক তাঁর রেকর্ডগুলোকে—


টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান (১০৬৫)

ওডিআইতে দ্রুততম ৮০০০, ৯০০০, ১০০০০, ১১০০০ এবং ১২০০০ 

টি-টোয়েন্টিতে সর্বাধিক প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার (৭)

টি-টোয়েন্টিতে সর্বাধিক খেলোয়াড়ের পুরস্কার (১৫)

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান (৩,৯৩২)

টি-টোয়েন্টিতে কেরিয়ারের সর্বোচ্চ ব্যাটিং গড় (৫৩.১৩)

টি-টোয়েন্টিতে দ্রুততম ৩,০০০ (৮১ ইনিংস)

ওয়ানডেতে একটি দলের বিপক্ষে সর্বাধিক শতরান (৯টি বনাম ওয়েস্ট ইন্ডিজ)

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক অর্ধশতক (৩৭)

টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি খেলা খেলোয়াড় (৬৮)

টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় (৪০)

একমাত্র ভারতীয় অধিনায়ক অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছেন (২০১৮/১৯)

ওয়ানডেতে সফল রান তাড়া করে ভারতের পক্ষে সর্বাধিক সেঞ্চুরি (২৬)

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle