জাস্ট দুনিয়া ব্যুরো: আইজলের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল তার আগেই খবর এল শ্রীনগরে ইস্টবেঙ্গলকে খেলতে যেতে হচ্ছে না। একটা সমস্যা মিটলেও সোমবার আইজলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে চ্যাম্পিয়নশিপকে চূড়ান্ত কঠিন জায়গায় নিয়ে গেল লাল-হলুদ ব্রিগেড। পরের ম্যাচে যদি চেন্নাই জিতে যায় তা হলে আই লিগ নতুন চ্যাম্পিয়ন পেয়ে যাবে। না হলে ইস্টবেঙ্গল আর রিয়েল কাশ্মীর লড়াইয়ে থেকে থাকবে। তবে ইস্টবেঙ্গল শিবিরের বিশ্বাস পয়েন্ট নষ্ট করবে চেন্নাই।
ঘরের মাঠে এটাই ছিল এই মরসুমে ইস্টবেঙ্গলের আই লিগের শেষ ম্যাচ। রবিবার চেন্নাই মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে দেওয়ায় এবং অ্যারোজের সঙ্গে রিয়েল কাশ্মীর ড্র করায় চেন্নাইয়ের জয়ের রাস্তা আরও সহজ হয়ে গিয়েছিল। আর সোমবার আইজলের কাছে ইস্টবেঙ্গল আটকে যাওয়ায় খুশির হাওয়া চেন্নাই শিবিরে।
ইস্টবেঙ্গল-আইজল ম্যাচ শুরুর আগেই খবর এল ২৮ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ও রিয়েল কাশ্মীর ম্যাচটি খেলা হবে দিল্লিতে। সোমবার দিল্লির ফুটবল হাউসে মিটিংয়ে বসেছিল। সেখানে মিটিংয়ে নেতৃত্ব দিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত। এ ছাড়া ছিলেন বিকে রোকা, লালঘিনলোভা ও রোচক ল্যাঙ্গার। ছিলেন এআইএফএফ-এর সচিব কুশল দাস ও আই লিগ সিইও সুনন্দ ধর।
সাম্প্রতিক কাশ্মীরের পরিস্থিতি দেখে রিয়েল কাশ্মীরই চাইছে ২৮ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ম্যাচটি কোনও নিউট্রাল ভেন্যুতে করা হোক। যেমন দিল্লি। যার পরই কমিটি সিদ্ধান্ত নেয় ম্যাচটি দিল্লিতে স্থানান্তরিত করার।
কাশ্মীরে বাতিল ফুটবল, আতঙ্ক নয় রিয়েল কাশ্মীর তৈরি করতে চায় ওরা
অন্যদিক ১৮ ফেব্রুয়ারি শ্রীনগরে মিনার্ভা পাঞ্জাবের খেলতে না যাওয়া নিয়ে দুই পক্ষের মত শোনে ফেডারেশন। সেই ম্যাচে নিরাপত্তার কারণ দেখিয়ে খেলতে যায়নি মিনার্ভা। দুই দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর বিষয়টিকে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতে পাঠানো হয়েছে পরবর্তী সিদ্ধান্তের জন্য।
রিয়েল কাশ্মীর তাদের চিঠিতে জানিয়েছে ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি কাশ্মীরের পরিস্থিতি এরকম ছিল না। তবে এই যুক্তি কতটা গ্রহনযোগ্য সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
এই মূহূর্তে ইস্টবেঙ্গলের লিগ জয়ের জন্য তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। তার মধ্যেই ঘরের মাঠে শেষ ম্যাচে রীতিমতো নাস্তানাবুদ হতে হল আইজল এফসির কাছে। ২৩ মিনিটে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে এগিয়ে গেল আইজল এফসি। আলফ্রেড কেমা জারিয়ানের পাস থেকে ফাঁকায় গোল করে গেলেন ডোডোজ।
ডোডোজকে এগিয়ে আসতে দেখে গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন ইস্টবেঙ্গল গোলকিপার রক্ষিত দাগার। পাসেই ছিলেন সামালরঞ্জন সিং। কিন্তু গোলকিপারের গায়ের উপর দিয়ে বল গোলে পাঠালেন ডোডোজ।
ইস্টবেঙ্গলকে প্রায় একা হাতে আটকালেন আইজল গোলকিপার লালাওম পুঁইয়া। তার মধ্যেই ৬৫ মিনিটে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরালেন এনরিক এসকুয়েদা। ৭০ মিনিটে লাল কার্ড দেখে নুরেইন মাঠ ছাড়লে ১০ জনের আইজলকে পেয়েও জয়ের পথে হাঁটতে পারল না ইস্টবেঙ্গল।
(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)