আইএফএ-র নাম বসল সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের সঙ্গে

সল্টলেক স্টেডিয়াম

জাস্ট দুনিয়া ব্যুরো:  আইএফএ মানে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পশ্চিমবঙ্গ), এখন থেকে কলকাতার একটি মেট্রো স্টেশনের নামের সঙ্গে যুক্ত হয়ে গেল এই নাম। ভারতীয় ফুটবলের ইতিহাসে সব থেকে পুরনো ফুটবল অ্যাসোসিয়েশন এই আইএফএ যা যোগ্য সম্মান পেল। বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়ামের নামের আগে বসানো হল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের নামকে। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে এমনটা প্রথম হল। কোনও ক্রীড়া অ্যাসোসিয়েশনের নামে হল মেট্রো স্টেশন।

মেট্রো স্টেশনটির নাম হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) সল্টলেক স্টেডিয়াম।

১৯৮৩-এ পশ্চিমবঙ্গের ফুটবলকে পরিচালনা করার জন্য তৈরি হয়েছিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তার অনেক পরে তৈরি হয় সর্ব বভারতীয় ফুটবল ফেডারেশন। দেশের প্রাচীনতম ফুটবল ফেডারেশন হওয়ার পাশাপাশি ভারতীয় ক্রীড়ার অন্যতম প্রাচীন ক্রীড়া অ্যাসোসিয়েশনও।


আইএফএ-র সচিব জয়দীপ মুখোপাধ্যায়, এই বিপুল সম্মানের জন্য মেট্রো রেল কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর মতে, এটি কলকাতার ফুটবলের জন্য এমনকী ভারতীয় ফুটবলের জন্যও গর্বের।

তিনি বলেন, ‘‘বাংলার ফুটবল সব থেকে বড় আবেগ যা সবাইকে একসূত্রে বেধে রাখে। যারা এই খেলার সঙ্গে যুক্ত তাদের সকলের কাছেই এটা একটা বিরাট সম্মানের বিষয়। এটিই আমাদের শহর, এটিই আমাদের খেলা।’’

এদিন নাম ঘোষণার অনুষ্ঠানে মেট্রো স্টেশনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি সুব্রত দত্তও। যিনি দীর্ঘদিন সামলেছেন বাংলার ফুটবলের প্রশাসনকে।

তিনি বলেন, ‘‘কলকাতায় মানুষ যুগ যুগ ধরে স্টেডিয়ামে পৌঁছতে পাবলিট ট্রান্সপোর্টই ব্যবহার করে আসছে। স্টেশনের নম আইএফএ সল্টলেক স্টেডিয়াম হওয়ায় এই বাস্তবটা আরও বড় করে সামনে আসবে আসলে মানুষই তো আসল তারকা। এটা একটা অভূতপূর্ব উদ্যোগ। যা বাংলার ফুটবলের এই পরিবর্তী পরিস্থিতিতে ফ্যানদের মানিয়ে নিতে দ্রুত সাহায্য করবে।’’

তিনি আরও বলেন, ‘‘কলকাতার বাসিন্দা হিসেবে এটা আমার কাছে গর্বের।  কেএমআরসি ও পশ্চিমবঙ্গ সরকার-কে ধন্যবাদ কলকাতার লাইফ লাইনকে কলকাতার ফুটবলের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য।’’

এদিন এই অনুষ্ঠানে আইএফএ কর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররাও।

(খেলার জগতের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)