জাস্ট দুনিয়া ডেস্ক: এসিসি মহিলা টি২০ এশিয়া কাপ ২০২২ (Women’s T20 Asia Cup 2022)-এর জন্য টিম ইন্ডিয়া (সিনিয়র মহিলা) স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। অল-ইন্ডিয়া উইমেনস সিলেকশন কমিটি আসন্ন এই দল বেছে নিয়েছে। বাংলাদেশের সিলেটে ১ থেকে ১৫ অক্টোবর হবে এই টুর্নামেন্ট।
ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রডরিগেস, সাবিনেনি মেঘনা, রিচা ঘোষ (উইকেট-রক্ষক), স্নেহ রানা, দয়ালান হেমলথা, মেঘনা সিং, রেনুকা ঠাকুর, পুজা ভস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়, রাধা যাদব, কেপি নভগিরে।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: তানিয়া স্বপ্না ভাটিয়া, সিমরান দিল বাহাদুর।
🚨 NEWS 🚨: Team India (Senior Women) squad for ACC Women’s T20 Championship announced. #TeamIndia | #WomensAsiaCup | #AsiaCup2022
More Details 🔽 https://t.co/iQBZGVo5SK pic.twitter.com/k6VJyRlRar
— BCCI Women (@BCCIWomen) September 21, 2022
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google