জাস্ট দুনিয়া ডেস্ক: ব্যাট হাতে পুরো সিরিজেই চূড়ান্ত ফ্লপ ভারতের ওপেনাররা। এ দিনও তার ব্য়তিক্রম হল না। শেষ টেস্টে এসেও নিজেদের সেরাটা দিতে পারলেন না কোনও ওপেনার। শিখর ধবন ৩ আর লোকেশ রাহুল ৩৭ রানে ফিরে গেলেন প্যাভেলিয়নে। কিন্তু তার আগেই রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন লোকেশ রাহুল। তবে ব্যাট হাতে নয়। তিনি রেকর্ড স্পর্শ করেছেন ফিল্ডিংয়ে।
শুক্রবারই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। এটাই ছিল ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট। ইতিমধ্যেই সিরিজ হেরে গিয়েছে ভারত। এই টেস্ট সে দিক থেকে দেখতে গেলে নিয়মরক্ষার। কিন্তু ভারতের সামনে মানরক্ষার। আর সেই মানরক্ষার ম্যাচে ব্যাট হাতে ভরসা দিতে না পারলেও নিজের নামের পাসে রেকর্ড স্পর্শের কাহিনী লিখে ফেলেছেন লোকেশ। তা আবার ছুঁয়েছেন ১৩ বছরের পুরনো রেকর্ড ১৩টি ক্যাচ নিয়ে। ছুঁয়েছেন আর এক রাহুলের রেকর্ডকে। এই টেস্টেই এই রাহুল ভেঙে দিতে পারেন প্রাক্তন রাহুলের রেকর্ড। কারণ বাকি রয়েছে আরও একটি ইনিংস।
ওভালে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন স্টুয়ার্ট ব্রডকে মিড-অনে ক্যাচ নিয়ে তাঁকে প্যাভেলিয়নে তো পাঠালেনই সঙ্গে ছুঁয়ে ফেললেন রাহুল দ্রাবিড়ের ১৩ বছরের রেকর্ড। কোনও টেস্ট সিরিজে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডকে স্পর্শ করলেন লোকেশ রাহুল। রাহুল দ্রাবিড়কে বিশ্বের সেরা স্লিপ ফিল্ডার বলা হত। ২০০৪-০৫এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাওস্কর-বর্ডার ট্রফিতে ১৩টি ক্যাচ নিয়েছিলেন। সেটা চার ম্যাচের সিরিজ ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ১৩টি ক্য়াচই নিলেন এই রাহুল। যা সেই সময় নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। আপাতত ভারতের হয়ে একই রেকর্ডে থাকলেন দুই রাহুল।
ভারত বনাম ইংল্যান্ড: পঞ্চম টেস্ট, প্রথম দিন
এ ছাড়া বিশ্ব ক্রিকেটে এক টেস্ট সিরিজে ১৩টি ক্যাচের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও অস্ট্রেলিয়ার বব সিম্পসনের। বিশ্ব ক্রিকেটে ১৫টি ক্যাচ নিয়ে এই রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার জ্যাক গ্রেগরির। যা তিনি নিয়েছিলেন ১৯২০-২১এর অ্যাসেজে। এত বছরের প্রাচীন রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। যদিও লোকেশ এই সিরিজেই সেটা নিতে পারেন। এখনও সময় রয়েছে।
শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিন ৩৩২ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। গতকাল মইন আলির ৫০ রানের পর এ দিন জোস বাটলার ৮৯ রান করেন। কিন্তু বড় রানের টার্গেট দিতে ব্যর্থ তাঁরা। ভারতের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। তিনটি করে উইকেট যশপ্রীত বুমরা ও ইশান্ত শর্মার। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে ভারত। ধবন ৩, লোকেশ ৩৭, পূজারা ৩৭, রাহানে কোনও রান না করেই ফেরেন প্যাভেলিয়নে। দিনের শেষে ভারত শেষ করে ১৭৪/৬এ।