জাস্ট দুনিয়া ডেস্ক: India vs New Zealand 2nd Test 4th Day-তেই শেষ হয়ে গেল খেলা। ২ ম্যাচের সিরিজ ১-০-তে জিতে নিলেন বিরাট কোহলিরা। প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্ট ৩৭২ রানে জিতে সিরিজ দখলে রাখল ভারত। ভারতের জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। দ্বিতীয় টেস্টের শুরু থেকেই জয়ের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। যা চার দিনেই সেরে ফেলল দল। তৃতীয় দিন দ্বিতীয় ইনিংস ভারত ২৭৬-৭-এ ঘোষণা করার পর ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। প্রথম দিনই ৫ উইকেট চলে যায় কিউইদের। ১৪০-৫ নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নেমে ১৬৭ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস।
এদিন সকালে ব্যাট করতে নেমেছিলেন হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্র। হেনরি ৪৪ রানের ইনিংস খেললেও রাচিন ১৮ রান করে আউট হয়ে যান। এর পর কেইল জ্যামিসন ০। টিম সাউদি ০, উইলিয়াম সোমেরভিল ১ রান করে আউট হয়ে যান। ৫ উইকেট থাকলেও এদিন নিউজিল্যান্ডের ইনিংসে ১৭ রানই যোগ হয়। ভারতের হয়ে ৪টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব। ১ উইকেট নেন অক্ষর প্যাটেল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ভাগ্যের বিরুদ্ধে গিয়ে টসও জিতে নেন তিনি। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। মুম্বইয়ের মাটিতে দুরন্ত শত রান হাঁকিয়ে শিরোনামে উঠে আসেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। দুই টেস্টে ভারত পেল দুই তারকা ব্যাটসম্যানকে। প্রথম টেস্টে বাজিমাত করেছিলেন অভিষেক হওয়া শ্রেয়াস আইয়ার আর দ্বিতীয় টেস্টে ভারতের হয়ে নিজের ওপেনিং স্পট পাকা করলেন মায়াঙ্ক আগরওয়াল ১৫০ রান করে। ওই ইনিংসে অক্ষর প্যাটেলের ব্যাট থেকেও এসেছিল হাফ সেঞ্চুরি।
তবে ভারতের প্রথম ইনিংসে নিজের নাম রেকর্ডে খোদাই করে গেলেন নিউজিল্যান্ড বোলার আজাজ প্যাটেল। ইনিংসের সব উইকেটই তুলে নিয়েছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্বের তালিকায় তিনিই তৃতীয়। পুরো ম্যাচে নিলেন ১৪ উইকেট। ভারতের ৩২৫ রান তাড়া করতে নেমে মাত্র ৬২ রানেই অল-আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সফল ভারতের বোলাররাও। অশ্বিন দ্বিতীয় টেস্টে নিলেন ৮ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ভারতের বেশ কিছু ব্যাটিং উঠে এল যা জরুরী ছিল। মায়াঙ্কের ব্যাটে এবার এল হাফসেঞ্চুরি। তিনিই ম্যাচের সেরা। এছাড়া অনেকেই ৩০ রানের গণ্ডি পেরলেন। সব মিলে টি২০ বিশ্বকাপে ধরাশায়ী হওয়ার পর এই জয় দরকার ছিল ভারতের আত্মবিশ্বাসকে ধরে রাখতে। যার সঙ্গে বেশ কিছু তারকারও জন্ম হল আর কারও কারও বিদায় ঘণ্টাও বেজে যেতে পারে এর পর, যা সময়ই বলবে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)